রামগড়ে ইটবাহী ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

fec-image

খাগড়াছড়ির রামগড় পৌরসভার মহামুনি এলাকায় ইটবাহী ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

সোমবার (৬ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম(৫০)। তিনি মৌসুমি ফল ব্যবসায়ী এবং রামগড় পৌরসভা তৈচালাপাড়ার বাসিন্দা মৃত নজীর আহম্মদের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, সোমবার দুপুর বেলায় সোনাইপুল যাওয়ার পথে রামগড়- বারৈয়ারহাট সড়কের মহামুনি এলাকায় আবুল কালামের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কালাম গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার উন্নত চিবিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশ নস্বরবিহীন ঘাতক ট্রাক্টরটি আটক করে থানা হেফাজতে নিয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

রামগড় থানার ওসি (তদন্ত) মো. ফখরুল ইসলাম ঘটনার সত্যত্যা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টর আটক করা হয়েছে। নিহতের পক্ষ থেকে কেউ থানায় এখনও কোন লিখিত অভিযোগ করেনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চালক, ট্রাক্টর, নিহত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন