parbattanews

রামগড়ে উপজেলা নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী মনোনীত

নিজস্ব প্রতিবেদক, রামগড়:

খাগড়াছড়ির রামগড়ে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে  আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে। গোপন ভোটের মাধ্যমে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী নির্বাচিত করা হয়।

সোমবার( ২৮ জানুয়ারি) পৌর শহরের শিল্পী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দলের বর্ধিতসভায়  গোপন ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হয়।  নির্বাচিত প্রার্থীরা হচ্ছেন চেয়ারম্যান পদে বিশ্ব প্রদীপ ত্রিপুরা, প্রাপ্ত ভোট ৫৮, ভাইস চেয়ারম্যান পদে কাজী জিয়াউল হক  শিপন, প্রাপ্ত ভোট ৪৬ ও নারী ভাইস চেয়ারম্যান মিসেস নাসিমা আহসান নিলা, প্রাপ্ত ভোট ৫৬।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যান্য প্রার্থীদের মধ্যে কাজী নূরুল আলম আলমগীর পেয়েছেন ২৫ ভোট,  মো. রফিকুল আলম কামাল পেয়েছেন  ১৫ ভোট ও  মো. আব্দুল কাদের পেয়েছেন এক ভোট। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান  পদের মনোনয়ন  প্রার্থীদের মধ্যে নুরুল আলম জিকু   পেয়েছেন ২০ ভোট, মো. সামসুউদ্দীন মিলন পেয়েছেন  ১৫ ভোট, মো. আনোয়ার ফারুক পেয়েছেন ১৪ ভোট  ও  প্রদেশ এিপুরা পেয়েছেন এক  ভোট। নারী ভাইস চেয়ারম্যান  পদের অন্যান্য প্রার্থীর মধ্যে  নিউ সং চৌধুরী পেয়েছেন  ২৫ ভোট,  মোছাঃ হাসিনা আক্তার পেয়েছন ১১ ভোট ও  শ্রীমতি মিলা দেবনাথ পেয়েছন তিন ভোট।

সোমবার দুপুরে বর্ধিতসভা শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান শাহা আলম মজুমদারের সভাপতিত্বে এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি  জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ একেএম আলীম উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।

বর্ধিতসভার প্রথম পর্বে আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে প্রার্থী নির্বাচনের ভোটাভুটি শুরু হয়। সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

Exit mobile version