parbattanews

রামগড়ে এক ভুয়া কবিরাজ গ্রেফতার: ১ মাসের জেল

            
উপজেলা প্রতিনিধি, রামগড়:
খাগড়াছড়ির রামগড় সদর বাজার এলাকায় ২মার্চ রবিবার দুপুর ১২টায় কবিরাজ পরিচয়ে চিকিৎসা দেয়ার সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক ভুয়া কবিরাজকে গ্রেফতার করে ।

জানা গেছে, আদর্শ বনাজী ঔষুধ ঘর কোম্পানীর নামে বিভিন্ন রোগের চমকপদ বিজ্ঞাপন দিয়ে খাগড়াছড়ি , ফটিকছড়ি, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন জায়গায় নিরীহ সাধারণ জনগণের সাথে প্রতারণা করে দীর্ঘদিন যাবৎ ফাইবেটকার যোগে বেজাল ঔষুধ বিক্রি করে আসছিলো মোঃ কবির হোসেন (৪০)। উপজেলা ভ্রাম্যমান আদালত দন্ডবিধি ১৮৬০ এর ২৭৬ ধারা মোতাবেক ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়। দন্ডপ্রাপ্ত মোঃ কবির হোসেন পার্শ্ববতী ফটিকছড়ি উপজেলার বড়বিলের রমজান আলীর ছেলে।

এসময় রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এতে সহযোগীতায় ছিলেন রামগড় থানা এসআই মোঃ গিয়াস উদ্দিন।

Exit mobile version