parbattanews

রামগড়ে কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের রামগড় উপজেলা শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সোমবার(২০ জুলাই) ভোটাভুটির মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মাওলানা এমদাদ উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মাওলানা হাফেজ আব্দুল মালেক নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ সভাপতি পদে মাওলানা জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাওলানা জাহাঙ্গীর, সহ সাধারণ সম্পাদক হাফেজ মো. ইউসুফ, সাংগঠনিক সম্পাদক কাজী মহিবুল্লাহ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা সালেম জান, সহ অর্থ সম্পাদক মো. আব্দুস সামাদ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হান্নান মনসুর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা সোলাইমান, আইন বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ মহিবুল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক দেলোয়ার হোসেন রাজু, ছাত্র কল্যাণ সম্পাদক মাহমুদ হাসান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম নির্বাচিত হন।

নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মাওলানা ওবায়দুল হক। সহকারী কমিশনার ছিলেন মাওলানা আব্দুল হক, মাওলানা আকতার হোসাইন জিহাদী, মাওলানা আখতারুজ্জামান ফারুকী।

পুরান রামগড় ইসলামিয়া আজিজুল উলুম কাজী বাড়ি মাদ্রাসা ও এতিমখানায় সোমবার (২০ জুলাই) বিকেলে রামগড় উপজেলা কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের কমিটি নির্বাচন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের উপদেষ্টা মাওলানা ওবায়দুল হক, মাওলানা আব্দুল হক, মাওলানা আকতার হোসাইন জিহাদী, ঐক্য পরিষদের সভাপতি ক্বারী ওসমান গণি, সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামিম, সহ সভাপতি আখতারুজ্জামান ফারুকী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. নাসির উদ্দীন, অর্থ সম্পাদক হাফেজ ওমর ফারুক, যুগ্ম সম্পাদক শহিদ উল্লাহ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হাফেজ আশরাফ আলী, নানুপুর মাদ্রাসার সাবেক প্রধান ক্বারী ওলিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version