parbattanews

রামগড়ে কোটি টাকার ভারতীয় স্মার্ট ফোন জব্দ

খাগড়াছড়ির রামগড় সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা প্রায় কোটি টাকার স্মার্ট ফোন সেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ জুলাই) আনুমানিক রাত আড়াইটার দিকে রামগড়ের ভারত সীমান্তবর্তী খেদা ব্রিজ এলাকা থেকে মোবাইল ফোন সেটগুলো জব্দ করা হয়।

রোববার দুপুরে রামগড়ের তৈচালাপাড়ায় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি, জি এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি আরও জানান, বিজিবি কাশিবাড়ি বিওপির নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহলদল খেদা ব্রিজ এলাকায় ওৎ পেতে থাকে।চোরাকারবারিরা ভারত থেকে সীমান্তবর্তী ফেনী নদী অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি চ্যালেঞ্জ করলে পাচারকারিরা কার্টুনভর্তি স্মার্ট মোবাইল ফোন সেট ফেলে পালিয়ে যায়।

জব্দকৃত ৩২০ টি ভারতীয় স্মার্ট মোবাইল ফোন সেটের মধ্যে ভিভো, অপপো, স্যামসাং, এমআই, স্যাম্পনি, রিয়েলমিসহ ১৪ টি কোম্পানির সেট রয়েছে। আটক সেটের মধ্যে সর্বোচ্চ দুই লাখ টাকা মূল্যের ২টি সেটও রয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, রামগড় সীমান্তে স্মার্ট মোবাইল ফোন সেট আটকের এটিই সর্ব প্রথম ঘটনা। জব্দকৃত স্মার্ট মোবাইল সেটগুলো চট্টগ্রামের সীতাকুন্ড কাষ্টমসে জমা দেয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে ৪৩ বিজিবির ভারপ্রাপ্ত এডজ্যুেটন্ট ক্যাপ্টেন মো. নূর হোসেন, সহকারি পরিচালক রাজু আহমেদ উপস্থিত ছিলেন।

Exit mobile version