parbattanews

রামগড়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

খাগড়াছড়ির রামগড়ে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মার্চ) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বীর মুক্তিযোদ্ধাগণ ১৯৭১ সালে সংঘটিত গণহত্যা দিবসের লোমহর্ষক ঘটনার বর্ণনা তুলে ধরেন।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভয়াল ২৫ মার্চ কালো রাতের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা হোসেন, বীর মুক্তিযোদ্ধা ভুপেন ত্রিপুরা।

সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, থানার ওসি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, পিআইও নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, সহকারী তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, আইসিটি প্রোগ্রামার রেহান উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে রামগড় তথ্য অফিসের ব্যবস্থাপনায় তথ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে অনু্ষ্ঠিত প্রাথমিক স্কুল পর্যায়ে চিত্রাঙ্কন, মাধ্যমিক পর্যায়ে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version