parbattanews

রামগড়ে চাঁদার দাবিতে অপহৃত ২ নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে বিজিবি

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে অপহৃত দুই নির্মাণ শ্রমিককে অপহরণের এক ঘণ্টার মাথায় উদ্ধার করেছে বিজিবি।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার যৌথ খামার এলাকার একটি কালভার্টের দুই শ্রমিককে চাঁদার দাবিতে অপহরণ করা হয়।

আপহৃতরা হলেন, রামগড়ের বৈদ্যটিলা এলাকার বাসিন্দা নির্মাণ শ্রমিক নুরুল ইসলাম (৩০) ও ইসমাইল হোসেন (২৬)।

শ্রমিক অপহরণের খবর পেয়ে বর্ডার গার্ড ব্যাটালিয়নের রামগড়-৪৩ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল এম জাহিদুর রশীদের তৎপরতায় পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালায়। অভিযানে চৌধুরী বাজারের স্থানীয় বুলু কার্বারী মেম্বারের দোকান থেকে দুপুর ১২টার দিকে অপহৃত দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করা হয়।

৪৩-বিজিবির জোন এনসিও আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে অভিযান চালালে সন্ত্রাসীরা অপহৃত দুই নির্মাণ শ্রমিককে বুলু কার্বারী মেম্বারের দোকানে রেখে পালিয়ে যায়। পরে তাদের দুইজনকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, অপহরণকারীরা নিজেদের ইউপিডিএফের সংস্কারপন্থী দাবি করে অনেক আগে থেকেই ওই কাজের জন্য চাঁদা দাবি করে আসছিল বলে সংশ্লিষ্ট ঠিকাদার সূত্রে জানা গেছে।

Exit mobile version