parbattanews

রামগড়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিজিবির খাদ্য বিতরণ ও মেডিকেল ক্যাম্প

রামগড় জোনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জোন সদরে স্থানীয় গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি ১০০টি পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় পরিবার পিছু চাল ৫ কেজি, ডাল ১ কেজি, চিনি ১ কেজি, তেল ১ কেজি এবং আলু ৫ কেজি বিতরণ করা হয়।

এদিকে, বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রামগড় বিজিবি জোনের উদ্যোগে রামগড়ের যৌথখামার এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দুজন অভিজ্ঞ ডাক্তার ক্যাম্পে স্থানীয় প্রায় ২৫০ জন রোগীকে চিকিৎসা সেবা দেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

খাদ্য সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পে বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি, জি+ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালিদের সেবামূলক কাজে সবসময় পাশে থাকবে।

Exit mobile version