parbattanews

রামগড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে ছাত্রছাত্রীরা

Ramgarh_IMG_14716919422854963

রামগড় প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার রামগড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে শনিবার স্থানীয় বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে রামগড় সরকারি  কলেজের ছাত্রছাত্রীরা।

সাম্প্রতিক বিদ্যুতের লাগামহীন লোডশেডিংয়ের কারণে রামগড়ের জনসাধারণ  সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে। ছাত্রছাত্রীদের লেখাপড়া  চরমভাবে ব্যাহত হচ্ছে। এ নিয়ে গত কয়েকদিনের দানাবাঁধা ক্ষোভ আজ বিক্ষোভে পরিণত হয়।

কয়েকশ ছাত্রছাত্রী  ক্লাস  ছেড়ে  শনিবার স্থানীয় বিদ্যুৎ  অফিসে এসে বিক্ষোভ  করে। বিক্ষুব্দ ছাত্রছাত্রীরা এ সময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাব স্টেশনের আবাসিক প্রকৌশলীর অফিস ঘেরাও করে রাখে।

খবর পেয়ে উপজেলা নিবাহী অফিসার মো. ইকবাল হোসেন ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের শান্ত করেন।

 এ সময় সকলের পক্ষ থেকে কলেজছাত্র নেতা দেলোয়ার হোসেন নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের দাবি জানালে উপজেলা নিবাহী অফিসার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

মো. ইকবাল হোসেন বলেন, বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিংয়ের কারণে ছাত্রছাত্রীদের লেখাপড়া ব্যাহত হওয়ায় তারা বিক্ষুব্ধ হয়।
তিনি বলেন, ছাত্রছাত্রীরা শান্তিপুর্ণভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। ভাঙচুর বা  কোন ক্ষতিসাধন করেনি।

এ ব্যাপারে রামগড়  বিদ্যুৎ সাবস্টেশনের আবাসিক প্রকৌশলী মো. মোস্তফা কামাল জানান, গত ৯ আগস্ট হাটহাজারীস্থ বিদ্যুতের গ্রীড উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমার  বিকল হয়ে পড়ে। ফলে এ পাওয়ার ট্রান্সফরমারের আওতাধীন রামগড়সহ পুরো খাগড়াছড়ি জেলা, হাটহাজারির একাংশ, ফটিকছড়ি উপজেলা ও চট্টগ্রামের ষোলশহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

প্রকৌশলী মো. মোস্তফা কামাল আরো বলেন, বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের কারণে সংশ্লিষ্ট এলাকায় লোডশেডিংয়ের পরিমান বাড়াতে হয়েছে। কয়েকদিনের মধ্যে নতুন পাওয়ার ট্রান্সফরমার  প্রতিস্থাপনের কাজ সম্পন্ন  হবে।  প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হওয়ার পর এটি চালু হলে বিদ্যুৎ  সরবরাহ স্বাভাবিক হবে।

Exit mobile version