parbattanews

রামগড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

20160825_114201-2 copy

রামগড় প্রতিনিধি:

বিদ্যুতের সীমাহীন  লোডশেডিংএ  অতিষ্ঠ  রামগড়ের জনসাধারণ  ক্রমশ: ফুঁসে উঠছে। বিক্ষুব্দ ছাত্রছাত্রীরা স্থানীয়  বিদ্যুৎ  অফিস ঘেরাও কর্মসূচি পালনের পাঁচদিনের মাথায় বৃহষ্পতিবার সকালে রামগড় বাজারের ব্যবসায়ীরা মানববন্ধন  ও  বিক্ষোভ  প্রদর্শন করেছে। বাজারের কালীবাড়ি  মোড়ে ফেণী-খাগড়াছড়ি  সড়কের পাশে দাঁড়িয়ে ব্যবসায়ীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ব্যবসায়ীদের এ কর্মসূচিতে সংহতি  জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ  করেন উপজলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের ও পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম। মানববন্ধন শেষে ব্যবসায়ীরা বাজারে বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে গত ২০ আগস্ট শনিবার নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রামগড়  কলেজের কয়েকশ  ছাত্রছাত্রী বিদ্যুৎ  উন্নয়ন  বোর্ডের রামগড় সাব স্টেশনের অফিস ঘেরাও  ও বিক্ষোভ  কর্মসূচি পালন করে।

এদিকে বিদ্যুৎ  উন্নয়ন বোর্ডের চট্টগ্রামের হাটহাজারী গ্রিড সাব স্টেশনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, হাটহাজারী গ্রিড স্টেশনের পাওয়ার ট্রান্সফর্মার  বিকল হওয়ায় সাভাবিক বিদ্যুৎ  সরবরাহ  ব্যাহত হচ্ছে। ওই কর্মকর্তা আরো জানান, নতুন পাওয়ার ট্রান্সফর্মার  স্থাপনের কাজ চলছে। আগামি ২-১ দিনের মধ্যে কাজ শেষ হতে পারে। এটি  সম্পন্ন হলেই রামগড়সহ খাগড়াছড়ি,  ফটিকছড়ি, হাটহাজারীসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ  সরবরাহ সাভাবিক হবে।

Exit mobile version