parbattanews

রামগড়ে পুলিশ ফাঁড়ির জন্য ভূমি দান করলেন কৃষক আবুল বাশার

1

খাগড়াছড়ি প্রতিনিধি:

তিন পার্বত্য জেলায় ব্যক্তিগত জমি তো দুরের কথা সরকারী খাস জমিতেও যেকোনো সেনা, বিজিবি ক্যাম্প, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি যেকোনো সরকারী স্থাপনা তৈরী করতে গেলেই যেখানে প্রবল বাঁধা সৃষ্টি করে উপজাতীয় আঞ্চলিক সংগঠন ও তাদের সশস্ত্র সন্ত্রাসী শাখা, সেখানে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলাধীন নাকাপা পুলিশ ফাঁড়ির জন্য প্রায় ৩ একর ভূমি দান করে দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় কৃষক মো. আবুল বাশার।

রবিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলীর কাছে ভূমির দলিল হস্তান্তর করেন। কৃষক আবুল বাশার জানান, পুলিশ সদস্যদের দুর্ভোগ দেখে বিবেকের তাড়নায় তিনি বিনামূল্যে এই ভূমি দান করছেন।

এ সময় কৃষক আবুল বাশার এর স্ত্রী রাবেয়া বসরী, খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈন উদ্দিন খাঁন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, এ ধরনের উদার মনের মানুষ সমাজে বিরল। তার এই দান পুলিশ বাহিনী আজীবন মনে রাখবে।

প্রসঙ্গত: নাকাপায় ১৯৮৮ সাল থেকে পুলিশ ফাঁড়ি থাকলেও স্থায়ী আবাসনের ব্যবস্থা ছিল না। গত বছর ওই স্থানে দায়িত্বপালন কালে বজ্রপাতে দুই পুলিশ সদস্য হতাহত হয়।

Exit mobile version