parbattanews

রামগড়ে প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত


রামগড় প্রতিনিধি
রামগড়ে জাঁকজমকভাবে উদযাপিত হল বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নানা অনুষ্ঠানে নববর্ষের দিনব্যাপী মুখরিত ছিল সীমান্ত শহর রামগড়। উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন বছরকে স্বাগত জানিয়ে সকালে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা।

উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে লেকপার্ক চত্বরে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

মঙ্গল শোভাযাত্রা শেষে লেক পার্কে বিজয় ভাস্কর চত্বরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন শেষে উপজেলা নির্বাহি অফিসার মো: আল মামুন মিয়া নববর্ষের শুভেচ্ছা বক্তব্য দেন। পরে প্রথমার্ধের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা প্রশাসনের  উদ্যোগে পান্তা ভর্তার আয়োজন করা হয়।

বিকেলে লেকপার্কে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রামের বাউল শিল্পীরা সংগীত পরিবেশেন করেন। এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী আসাদুজ্জামান সাইলু একক সংগীত এবং  রামগড় শিল্পকলা একাডেমির শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন।

Exit mobile version