parbattanews

রামগড়ে প্রার্থীদের একমাত্র ভয় দুটি আঞ্চলিক দল ও বহিরাগত সন্ত্রাসী

Ramgarh(khagrachari) (Pic 02) 9

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে পার্বত্য এলাকার দুইটি আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসী ও পার্শ্ববর্তী ফটিকছড়ি থেকে আসা বহিরাগত সন্ত্রাসীরাই একমাত্র ভয়ের কারণ বলে জানিয়েছেন প্রার্থীরা।

তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আওয়ামী লীগ ও বিএনপির প্রাথীসহ স্বতন্ত্র প্রার্থীরা অংগীকার করেছেন। শনিবার রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভায় প্রার্থীরা এ অভিমত ব্যক্ত করেন।

রামগড় অডিটরিয়ামে উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ভুইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, রামগড়স্থ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশিদ, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন খান প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার মো. রিপন হোসেন। চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রামগড় ইউনিয়নের শাহ আলম মজুমদার, আবুল হাশেম খাঁ, নুর হোসেন নুরু, মো. আলমগীর হোসেন, পাতাছড়া ইউনিয়নের মনিন্দ্র ত্রিপুরা, চাইথুই মারমা, আবু বক্কর ছিদ্দিক, সদস্য পদপ্রার্থীদের মধ্যে বক্তব্য দেন চাইওয়া চৌধুরি, আবুল হোসেন, নবরায় ত্রিপুরা, শাহাদাৎ হোসেন, রাসেদা বেগম, সাবিনা ইয়াছমিন প্রমূখ।

অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান শের আলি ভুইয়া, শাহ আলম বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক বলেন, ‘ইউপিডিএফ, জেএসএস বা ফটিকছড়ির বহিরাগত সন্ত্রাসীরা এসে এখানে নির্বাচনে প্রভাব বিস্তারের কোন সুযোগ দেয়া হবে না। পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি ছাড়াও বিজিবির আরও একটি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। নির্বাচনে আচরণবিধি লংঘনের বিরুদ্ধেও কঠোর ভূমিকা পালন করা হবে বলে তিনি জানান।’

Exit mobile version