রামগড়ে ফলদ গাছ কাটার প্রতিবাদে বাঙ্গালী ছাত্র পরিষদের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাইলাভাঙ্গা এলাকায় সন্ত্রাসীরা রুহুল আমিন নামে এক কৃষকের দুই হাজারের বেশি ফলদ ও বনজ গাছ কেটে ফেলার প্রতিবাদে শুক্রবার সকালে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও বিক্ষুদ্ধ এলাকাবাসী জালিয়াপাড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

এতে সভাপতিত্ব করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি আবদুল মজিদ । সমাবেশে বাঙ্গালী ছাত্র পরিষদের নেতারা অভিযোগ করে বলেন, চাঁদা না দেওয়ায় শতাধিক সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসীরা গত বুধবার রাতে রুহুল আমিন নামে এক কৃষকের দুই হাজারের বেশি ফলদ ও বনজ গাছ কেটে ফেলে। এর আগেও উপজাতীয় সন্ত্রাসীরা একই উপজেলার পাতাছড়া, মাহবুবনগর ও বড়পিলাকসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার ফলজ ও বনজ গাছ কেটে ফেলে।

বক্তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে সড়ক অবরোধ, হরতালসহ কঠিন কর্মসূচী প্রদানের হুমকি দেন।
এ সময় পার্বত্য বাঙ্গালী ছাত্র পারষদের জেলা কমিটির সদস্য সোহেল রানা, সোহাগ হোসেন, খাইরুল ইসলাম, সালমা আক্তারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
পুলিশ প্রশাসনের আশ্বাসে বিকাল দুইটার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন