parbattanews

রামগড়ে বাংলাদেশ-ভারত বৈঠক: ফেনী নদীতে হচ্ছে মৈত্রী সেতু

07-12

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী রামগড়-সাব্রুম স্থলবন্দরের কার্যক্রম চালু করার লক্ষ্যে সীমান্তবর্তী ফেনী নদীর ওপর বাংলাদেশ ভারত মৈত্রী সেতু-১ এর  নির্মাণের কাজ ২০১৭ সালের জানুয়ারী মাসে শুরু হচ্ছে। বাংলাদেশের সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর  বাণিজ্যিক সম্পর্ক প্রসারের জন্য  চার লেন বিশিষ্টি আন্তর্জাতিক মানের এ ব্রিজটি নির্মাণ করবে ভারত ।

বুধবার দুদেশের কর্মকর্তারা রামগড়ের মহামুনি এলাকায় ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন। যৌথ প্রতিনিধিদল সরেজমিনে স্থানটি পরিদর্শণ শেষে রামগড় পৌরসভা ভবনে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী  বিধান চন্দ্র ধর, সওজ চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী  আবু হেনা মো: তারেক, খাগড়াছড়ির তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী  মোসলেহ উদ্দিন চৌধুরি, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবুল আমীন, রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  তামান্না নাসরিন উর্মী ও রামগড় পৌরসভার মেয়র মো: শাহজাহান কাজী রিপন। ভারতের কর্মকর্তাদের মধ্যে ছিলেন ন্যাশনাল হাইওয়েস এন্ড ইনফ্রাস্টাকসার ডেভেলপম্যান্ট করপোরেশন লি: (এনএইচআইডিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার, অতিরিক্ত সচিব সঞ্জয় রাজন, এনএইচআইডিসিএল  এর পরিচালক  সনতাপ তাতু ,পিডব্লিওএনএইচ-এর  প্রধান প্রকৌশলী দীপক চন্দ্র দাশ পিডব্লিওডি’র সাব ডিভিশনাল অফিসার রাজ কুমার দাশ, ন্যাশনাল হাইওয়ের নির্বাহী প্রকৌশলী বিজন ভূইয়া ও প্রদীপ কুমার বৈদ্য।

বৈঠক শেষে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রধান প্রকৌশলী বিধান চন্দ্র ধর সাংবাদিকদের বলেন, ফেনী নদীর ওপর বাংলাদেশ ভারত মৈত্রী সেতু -১ এর নির্মাণ কাজ আগামী জানুয়ারী মাসে শুরু করবে ভারত। নির্মাণ কাজ শুরুর প্রাক প্রস্তুতি নেয়ার জন্যই আজ (বুধবার) যৌথভাবে ব্রিজের স্থান পরিদর্শন করা হয়েছে। তিনি আরও বলেন, ২০১৯ সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। ব্রিজ নির্মাণের জন্য বাংলাদেশ অংশে অল্প দিনের মধ্যেই প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হবে।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বাংলাদেশ সফরকালে ফেনী নদীর ওপর এ ব্রিজ নির্মাণের ব্যাপারে দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে গত বছরের ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ ভারত মৈত্রী সেতু-১ নামে এ ব্রিজটির ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

Exit mobile version