parbattanews

রামগড়ে বাঙ্গালী ছাত্র পরিষদের ঈদ পূর্ণমিলনী ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

https://mail-attachment.googleusercontent.com/attachment/?ui=2&ik=189bda043a&view=att&th=141d5d39f77d9b4c&attid=0.2&disp=inline&safe=1&zw&saduie=AG9B_P9IBagWPJpy7aRKXzWJg_jG&sadet=1382273796944&sads=o8nTJLqPv3RLosmV5unRRyvHYRw

রামগড় প্রতিনিধি:

“সর্বক্ষেত্রে পার্বত্য বাঙ্গালীদের সাংবিধানিক অধিকার দিতে হবে” এই দাবিকে সামনে রেখে রামগড়ের সোনাইপুল বাজার প্রাঙ্গনে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রামগড় পৌর, রামগড় কলেজ ও রামগড় ইউনিয়ন শাখার যৌথ উদ্দ্যেগে ঈদ পূর্ণমিলনী ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সমাবেশে প্রধান অতিথী বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ঈদ শুভেচ্ছা শেষে বলেন, বাঙ্গালী ছাত্র পরিষদ অধিকার বঞ্জিত বাঙ্গালীদের দাবী আদায়ের লক্ষে প্রতিষ্ঠিত হয়েছে তিনি অবিলম্বে পার্বত্য ভূমি সমস্য নিষ্পত্তি করণসহ পার্বত্য বাঙ্গালীদের আট দফা দাবী আদায়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়াও সমাবেশে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সেত্রেুটারী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল মজিদ, কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ইব্রাহিম মনি, কেন্দ্রীয় সদস্য মোঃ ইউসুফ, খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি মোঃ লোকমান, ঢাকা মহানগর সভাপতি আলী হায়দার মানিক, মহলছড়ি সভাপতি মোঃ আনোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে অনুষ্ঠানের সভাপতি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সোহাগ চৌধুরী সমাপনি বক্তৃতার মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।

Exit mobile version