parbattanews

রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ ও মদ জব্দ

রামগড়ের ফটিকছড়ি ভূজপুর সীমান্ত এলাকায় রামগড় ৪৩ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে ৬ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় ওষুধ ও মদ আটক করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ৪৩ বিজিবির নলুয়াটিলা বিওপির আওতাধীন চিতাখোলা নামক স্থান হতে এসব ওষুধ ও মদ জব্দ করা হয়।

এ সময় বিজিবি সূত্রে জানায়, নলুয়া বিওপিতে কর্মরত হাবিলদার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল ভূজপুরের চিতাখোলা এলাকায় অভিযানে যায়। অভিযানে ৬ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় ওষুধ ও মদ জব্দ করা হয়।

জব্দকৃত ওষুধের মধ্যে রয়েছে, ডানো ট্যাবলেট ৭৫০ পিস, নিউরো বিনো ট্যাবলেট ১০০ ১শ পাতা, ডুভাডিলান ট্যাবলেট ৫০ পাতা, সন্দন ৪১৮ পাতা, কেনডিবায়োটি ট্যাবলেট ৭২ পিস, কেসটন ট্যাবলেট ৫৬ পিস, রিরোকম ট্যাবলেট ১০০ পিস, জান্ডু বাম ৫৪ পিস, ভিটামিন ১০০ পিস, গাডির্নাল ট্যাবলেট ৭০ পিস ও বিভিন্ন ট্যাবলেট ৪৫২ পাতা।

এছাড়া ১২ বোতল ভারতীয় মদ আটক করা হয়। আটককৃত ওষুধ ও মদের বাজার মূল্য ৬ লাখ ৬২ হাজার ২৭১ টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত ওষুধ সীতাকুন্ড কাষ্টমস অফিসে হস্তান্তর করা হবে।

Exit mobile version