parbattanews

রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ ও মদ জব্দ, আটক ২

খাগড়াছড়ির রামগড়স্থ ৪৩ ব্যাটালিয়নের বিজিবির মাদক বিরোধী অব্যাহত অভিযানে ৪ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ এবং বাংলা মদ জব্দ হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, শনিবার (২৭ আগস্ট) রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) মহামুনি বিওপির একটি টহল দল রামগড় পৌরসভার সীমান্তবর্তী থানার ঘাট এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৮০০ কার্টুন বিভিন্ন প্রকারের ভারতীয় ওষুধ জব্দ করে। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। আটককৃত ভারতীয় ওষুধ সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে, রামগড় ব্যাটালিয়নের কয়লারমুখ চেকপোষ্টের বিজিবির হাতে ৩০ লিটার বাংলা মদসহ দুই ব্যক্তি আটক হয়েছে। আটককৃত হলেন, নোয়াখালী কোম্পানীগঞ্জের মো নূর ইসলাম ছেলে মো. মইনু্দ্দিন দিদার (২৬) এবং একই জেলার শ্যামবাগ এলাকার মো. আব্দুল খালেকের ছেলে মো. আজাদুল ইসলাম (২২)।

আটককৃতদের জব্দ করা বাংলা মদসহ আসামিদের জোরারগঞ্জ থানায় সৌপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version