parbattanews

রামগড়ে বিজিবির উদ্ধার করা ১৪০টি কচ্ছপ ঠাঁই পেল ফেনী নদীতে

খাগড়াছড়ি থেকে সমতল জেলায় পাচারকালে উদ্ধার হওয়া ১৪০টি কচ্ছপের ঠাঁই হলো রামগড়ের ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে।

শনিবার (২ জানুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা রামগড়-বারৈয়ারহাট সড়কের কয়লারমুখ চেকপোস্টে একটি মিনি ট্রাক তল্লাশি করে কচ্ছপগুলো উদ্ধার করেন।

ধারণা করা হচ্ছে, পার্বত্য খাগড়াছড়ির কোন এলাকা থেকে কচ্ছপগুলো ধরে সমতল জেলায় পাচার করা হচ্ছিল। উদ্ধারকৃত ১৪০টি কচ্ছপ ৩টি বস্তায় ভরে নিয়ে যাচ্ছিল পাচারকারি। এগুলোর ওজন ১৩০ কেজি বলে জানান বিজিবি। তবে পাচারকারীকে আটক করা যায়নি। এদিকে, উদ্ধার করা কচ্ছপগুলো শনিবার বিকালে রামগড়ের সীমান্তবর্তী ফেনীনদীর জলে অবমুক্ত করে বিজিবি।

বিজিবির ৪৩ ব্যাটালিয়নের পরিচালক(সিও) লে. কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কয়লারমুখ চেকপোস্টে চট্টগ্রামের বারৈয়ারহাটগামী একটি মিনি ট্রাক তল্লাশি করে জীবিত অবস্থায় ১৪০টি কচ্ছপ উদ্ধার করা হয়। উপজেলা প্রাণি সম্পদ বিভাগের পরামর্শ নিয়ে কচ্ছপগুলোকে শনিবার বিকালে ফেনীনদীতে অবমুক্ত করা হয়।

Exit mobile version