রামগড়ে বিজিবির কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

fec-image

খাগড়াছড়ির রামগড়ে বিজিবি জোনের ব্যবস্থাপনায় পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ৪২তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) রামগড়স্থ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের মহিলা কল্যাণ সমিতির প্রশিক্ষণ কক্ষে এ সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি। তিনি বলেন, গত ২০ বছরে পৃথিবীর সবদেশ এগিয়ে গেছে প্রযুক্তির উন্নয়নের জন্য। এ অগ্রগতির পিছনে কম্পিউটারের ভূমিকা অপরিসীম। তিনি মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। এসময় ৪৩ বিজিবির সহকারী পরিচালক (এডি) রাজু আহমেদসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান শেষে তিনি ৪২তম ব্যাচের ৩০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ এবং ৪৩তম ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কম্পিউটার, বিজিবি, রামগড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন