parbattanews

রামগড়ে বিজিবির সীমান্ত পরিবার কল্যাণ সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে বিজিবির সীমান্ত পরিবার কল্যাণ সংস্থার (সীপকস্) উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সকালে রামগড় পৌরসভার তৈচালাপাড়ায় ৪৩ বিজিবির ব্যাটালিয়ন সদরে এ কম্বল বিতরণ করা হয়।

৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমদ ও তাঁর সহধর্মিনী স্থানীয় ২৫০টি দুস্থ পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন।

বিজিবি জানায়, তৈচালাপাড়া ব্যাটালিয়ন সদরে ২৫০টি পরিবার ছাড়াও ৪৩ বিজিবি বিভিন্ন বিওপির আওতাধীন এলাকার আরও ৪৫০টি দুস্থ পরিবারকে কম্বল দেয়া হয়েছে।

উপকারভোগীরা জানান, শীতের শুরুতেই বিজিবির কম্বল পাওয়ায় শীত নিবারণে তাদের সুবিধা হবে।

রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমদ জানান, সীমান্তে অপরাধ দমনের পাশাপাশি শান্তি-সম্প্রীতি অটুট রাখাসহ অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বিজিবি।

Exit mobile version