parbattanews

রামগড়ে বিজিবির হাতে ১৫টি ভারতীয় গরু আটক

খাগড়াছড়ির রামগড় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যদের হাতে ১৫ টি ভারতীয় গরু আটক হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (৫ আগস্ট) রামগড়স্থ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বাগানবাজার বিওপিতে কর্মরত সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে একটি টহল দল সীমান্তবর্তী ফেনী নদীরকুল (রুহুল আমিনচর) এলাকা থেকে ১০টি ভারতীয় গরু আটক করে। যার মূল্য ৪ লক্ষ, ১৫ হাজার টাকা।

একইদিন মহামুনি বিওপিতে কর্মরত নায়েব সুবেদার আল-মামুন সিকদারের নেতৃত্বে একটি টহল দল বিওপির আওতাধীন ফেনী নদীরকুল সীমান্ত এলাকা হতে মালিকবিহীন দুটি ভারতীয় গরু আটক করা হয়। যার মূল্য প্রায় এক লাখ টাকা। এর আগে বৃহস্পতিবার (৪ আগস্ট) রামগড় বিওপিতে কর্মরত হাবিলদার একেএম বদরুল আলমের নেতৃত্বে বল্টুরামটিলা এলাকা হতে আরও ৩টি ভারতীয় গরু আটক করা হয়। যার মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।

৪৩ বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মনিরুজ্জামান জানান, আটককৃত গরু সীতাকুন্ড কাস্টমস্ অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

Exit mobile version