রামগড়ে ভারতীয় চোরাই গরু উদ্ধার করে ফেরৎ দিয়েছে বিজিবি

খাগড়াছড়ি প্রতিনিধি:
রামগড় সীমান্তের ওপারে ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম থেকে চুরি করে আনা বাচুরসহ একটি গাভী উদ্ধার করে সেদেশে ফেরৎ পাঠিয়েছে বিজিবি।রামগড় ১৬ বিজিবি ও পুলিশ আজ সোমবার যৌথ অভিযান চালিয়ে গরু দুটি উদ্ধার করে। তবে চোর ধরা পড়েনি।
বিজিবির উপ অধিনায়ক মেজর মো: রবিউল ইসলাম জানান, গত শনিবার সারুমের সীমান্তবর্তী আনন্দপাড়া গ্রাম থেকে গভীর রাতে বাছুরসহ একটি বড় গাভী চুরি করে বাংলাদেশে নিয়ে যাওয়ার বিষযে কাঁঠালছড়ি ক্যাম্পের বিএসএফ রামগড়স্থ মহামুনি বিজিবি ক্যাম্পে অভিযোগ করে।

গতকাল রবিবার সাবরুম থানার ওসি রামগড় থানায় একই অভিযোগ দিয়ে গরু দুটি উদ্ধারে সহযোগিতা চান। এরপ্রেক্ষিতে বিজিবি ও পুলিশ চোরাই গরু উদ্ধারে অভিযান শুরু করে।রামগড় থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন চৌধুরি জানান, পুলিশ রামগড় পৌরসভার কালাডেবা এলাকা থেকে গরু দুটি উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে থানাঘাটে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি গরু দুটি বিএসএফের কাছে হস্তান্তর করে।থানার অফিসার ইনচার্জ বলেন, গরু চুরির সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন