parbattanews

রামগড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৯৫ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ির রামগড় পৌর শহরে আকস্মিক অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার এ অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি রামগড় বাজারে দুটি ওষুধের দোকান রানা মেডিকেল হলকে ২০ হাজার টাকা ও আমিন মেডিকেল হলকে ১৫ হাজার টাকা এবং লেকপার্কের রেস্টুরেন্ট কারি হাউজকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়।

খাগড়াছড়ি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Exit mobile version