parbattanews

রামগড়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্পাদকের উপর হামলার ঘটনায় মামলা

20170123_175951-3 (1) copy

রামগড় প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরির  উপর  সন্ত্রাসী হামলার  ঘটনায়  থানায় একটি  মামলা রুজু হয়েছে।

মঙ্গলবার  রাতে  রামগড়  থানায় মামলাটি দায়ের করেন জসিম উদ্দিনের ভাই সেলিম চৌধুরি। মামলায় ছয়জনকে আসামী করা হয়েছে। আসামী হচ্ছে, ফারুক ওরফে চিকনা ফারুক(২৫), ফারুক ওরফে ভোসকা ফারুক(২৬) , বকর(২৫), শাহেদ(২৫), মজিবুল হোসেন ওরফে আপন(২৫) ও মোকলেসুর রহমান(৪০)।
পুলিশ জানায়, আসামীরা সবাই গা ঢাকা দিয়েছে। তবে তাদের গ্রেফতার করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
সোমবার  বেলা সাড়ে ১১টার দিকে রামগড়  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সভা শেষে বের হয়ে রাস্তায় আসা মাত্র ৬-৭ জন চিহ্নিত সন্ত্রাসী  উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরির উপর অতর্কিতভাবে হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে ব্রিজের নিচে ফেলে দেয়।

এ সময় সন্তান কমান্ডের সভাপতি খাজা নাজিম উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাশেম আলি কমান্ডারসহ কয়েকজন তাকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তাদের উপরও চড়াও হয়। গুরুতর আহত  অবস্থায় পরে তাকে রামগড়  উপজেলা  হাসপাতালে  ভর্তি করা হয়।

Exit mobile version