parbattanews

রামগড়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন

রামগড় প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদায় রামগড়ে পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

রবিবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন।
রামগড় উপজেলা নির্বাহি অফিসার উম্মে ইসরাতের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন।  প্রধান সড়ক প্রদক্ষিন করে শোভাযাত্রাটি লেকপার্কের মুক্তিযুদ্ধের বিজয় ভাস্কর্য  চত্বরে শেষ হয়।
পরে বিজয় ভাস্কর্য চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
দিবসটি উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মো. ফরহাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজুর রহমান, সাংবাদিক মো. নিজাম উদ্দিন লাভলু প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী  উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকণ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন।

Exit mobile version