parbattanews

রামগড়ে স্থায়ী চাকরির দাবিতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন

রামগড় প্রতিনিধি:

ন্যাশনাল সার্ভিসের দুই লক্ষাধিক দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের পদবী নির্ধারণ, নির্দিষ্ট বেতন স্কেল ও স্থায়ী কর্মসংস্থানের দাবিতে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রামগড় পৌর শহরের উপকণ্ঠে প্রধান সড়কের পাশে এ মানববন্ধন হয়।

ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের রামগড় শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপজেলার শতাধিক ন্যাশনাল সার্ভিসকর্মী অংশগ্রহণ করেন।

ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের রামগড় শাখার সভাপতি মো. সেলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রামগড় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আব্দুল কাদের, ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. মোস্তফা আল ইহযায, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিরা ত্রিপুরা প্রমুখ।

Exit mobile version