parbattanews

রামগড়ে স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রামগড়:

খাগড়াছড়ির রামগড়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৪ অক্টোবর) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিট এ কর্মশালার আয়োজন করে।

উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরি। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা  স্থানীয় সরকার বিভাগের  উপ পরিচালক এটিএম কাউসার হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক (এমসিএইচ) ডা. ফাহমিদা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) এটিএম মোর্শেদ, ডা. আশুতোষ চাকমা ও  ডা. মো. জাহিদুল ইসলাম।

খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক বিপ্লব বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় অন্যান্যদের মধ্যে সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থপনায় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ মামুন।

Exit mobile version