parbattanews

রামগড়ে ১০ কেজি গাঁজা ও ভারতীয় মদসহ একজন আটক

খাগড়াছড়ির রামগড় সীমান্তে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল ভারতীয় মদসহ রতন দে (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৪ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির রামগড় বিওপির সদস্যরা অভিযান চালিয়ে পৌরসভার অফিসটিলা এলাকা থেকে এসব মাদসহ তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের শ্মশানটিলা এলাকার মৃত ধীরেন্দ্র দের ছেলে।

৪৩ বিজিবির বিওপি কমান্ডার অসীম মারাক জানান, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার অফিসটিলা এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনী নদীর পাড় থেকে গাঁজা ও ভারতীয় মদসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসার পরই আগে থেকে ওঁৎপেতে থাকা বিজিবি সদস্যরা ভারত থেকে পাচার করে আনা বিভিন্ন ব্র্যান্ডের ২০ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি গাঁজাসহ রতন দে (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। বিজিবি তাকে রামগড় থানার পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ব্যাপারে রামগড় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Exit mobile version