parbattanews

রামগড়ে ১৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

খাগড়াছড়ির রামগড় সীমান্তে প্রায় ১৫ লাখ টাকার ভারতীয় থ্রি পিস, লেহেঙ্গা ও শেরওয়ানির চালান আটক করেছে বিজিবি।

সোসবার (২১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে রামগড় ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন ভারত সীমান্তবর্তী পিলাকখাল এলাকা থেকে এসব ভারতীয় পোশাক জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে লাচারিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল পিলাক খাল এলাকায় গভীর রাত থেকে ওঁৎপেতে থাকে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ৭ জন পাচারকারী মাথায় বস্তা বহন করে সীমান্তবর্তী ফেনী নদী অতিক্রম করে রামগড়ের পিলাকখাল এলাকায় প্রবেশের সাথে সাথে বিজিবি ধাওয়া দেয়। এতে চোরাচালানিরা বস্তা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বিজিবি ৭ বস্তা ভর্তি ভারতীয় উন্নতমানের বিভিন্ন পোশাক জব্দ করে। জব্দকৃত পোশাকের মধ্যে রয়েছে, ভারতীয় থ্রি পিস ২২৮ পিস, ভারতীয় লেহেঙ্গা ২৭ পিস এবং ভারতীয় শেরওয়ানী ২ পিস। যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

বিজিবি জানায়, আটককৃত পোশাক সীতাকুন্ড কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

Exit mobile version