রামগড়ে খাদ্য উপহার পৌঁছে দিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

fec-image

খাগড়াছড়ির রামগড়ে ৬০০ জন দুস্থ ও হত দরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। মঙ্গলবার (৬ জুলাই) উপজেলা অডিটরিয়ামে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ খাদ্য উপহার পৌঁছে দিতে এখানে এসেছি।

তিনি বলেন, আওয়ামী লীগ দুর্যোগে, দুঃসময়ে সবসময় জনগণের পাশে ছিল এবং সবসময় থাকবে। বৈশ্বিক করোনা মহামারি মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি এবং সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান। এমন দুর্যোগকালে কর্মহীন, অসহায়, দরিদ্র মানুষের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়াতে বিত্তশালীদের অনুরোধ জানান।

রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারির সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংশুইপ্রু চৌধুরী অপু, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজুরী চৌধুরী , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ির পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, শাহিনা আকতার, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মু, মাহমুদ উল্লাহ মারুফ, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সামসুজ্জামান, রামগড় সদর ইউ পি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, ২নং পাতাছড়া ইউ পি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম কামাল, সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, খাগড়াছড়ির ৯ উপজেলায় প্রায় ১০ হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হবে। রামগড় উপজেলা ৬শ জন দুস্থ পরিবারের মধ্যে পৌরসভায় ২৫০, রামগড় সদর ইউনিয়নের ১৭৫, পাতাছড়া ইউনিয়নের ১৭৫ পরিবারের প্রত্যককে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি তৈল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি পেঁয়াজ দেয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন