parbattanews

রামগড় চা বাগান থেকে অজগর উদ্ধার

রামগড় প্রতিনিধি:
রামগড় চা বাগান থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) রামগড় চা বাগানের সীমান্তবর্তী ফেনীনদী সংলগ্ন ধানের জমি থেকে সাপটি উদ্ধার করা হয়।

চা বাগানের ম্যানেজার জহির বি চৌধুরি জানান, চা শ্রমিকরা বুধবার সকাল ১১টার দিকে অজগর সাপটি দেখতে পেয়ে তাঁকে খবরটি জানায়। পরে তিনি সাপটি উদ্ধার করে বাংলোতে নিয়ে আসেন।

তিনি আরো জানান, প্রায় ৫ ফুট লম্বা অজগরটি খুবই রিষ্টপুষ্ট। এটা বাচ্চা সাপ। সাপটি উদ্ধার করার পর বন বিভাগকে খবর দেয়া হয়। চট্টগ্রামের করেরহাট বন রেঞ্জের আওতাধীন আধাঁরমানিক বন বিটের ষ্টাফ আব্দুস সালাম ও আবু বকর ছিদ্দিকের কাছে সাপটি হস্তান্তর করা হয।

সংশ্লিষ্ট বন বিট কর্মকর্তা জুলফিকার আলী জানান, বুধবার বিকালে চা বাগান থেকে অজগরটি এনে কয়লা বন বিটের সরকারি সংরক্ষিত বনাঞ্চালে অবমুক্ত করা হয়।

Exit mobile version