parbattanews

রামগড় পৌর নির্বাচন ২ নভেম্বর

খাগড়াছড়ির রামগড় পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২ নভেম্বর পৌর নির্বাচনের সপ্তম ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এটি হবে রামগড় পৌরসভার চতুর্থতম নির্বাচন।

২০০২ সালে রামগড় পৌরসভার প্রথম নির্বাচন এবং ২০১৬ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) ও যুগ্মসচিব এসএম আসাদুজ্জামানের সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ৮৬তম সভা শেষে ৭ম ধাপে বাংলাদেশের আরো ১০টি পৌরসভার সাথে রামগড় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ূন কবীর খন্দকার। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী-সপ্তম ধাপের রামগড়সহ ১০টি পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২ নভেম্বর।

ইসি সূত্র জানায়, নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন উপজেলা নির্বাচন অফিসার।

Exit mobile version