parbattanews

রামগড় ফেনী নদী সীমান্তে ভারতীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি

Copy of DSC02420

রামগড় প্রতিনিধিঃ

খাগড়াছড়ি রামগড় ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন কয়লার মুখ বিওপি হাতিমারা সীমান্ত এলাকা থেকে ঈদের দিন ভারতীয় চোরাকারবারী কর্তৃক বাংলাদেশ সীমান্তে অবৈধ ভাবে প্রবেশ করে বৃক্ষ কর্তন ও কাঠ পাচারের সময় দেশীয় তৈরী একটি একনলা বন্দুক ও একটি দাঁ বুধবার  উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানাগেছে, কয়লার মুখ বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি টহল দল গোপন সংবাদের ভিক্তিতে সীমান্ত পিলার ২২০৪/৬-আরবি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় দেশীয় তৈরী একটি এক নলা বন্দুক ও একটি দাঁ উদ্ধার করে।

এসময় বিজিবির আসার টের পেয়ে ভারতীয় চোরাকারবারী নাগরিক ৮-৯ জন পালিয়ে যায়। এ ঘটনায় জোরালগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করে অস্ত্র জমা দেওয়া হয়েছে।

Exit mobile version