parbattanews

রামগড় বিজিবি কর্তৃক ৬৯০ বোতল ফেনসিডিল আটক

মুহাম্মদ আব্দুল হালিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার রামগড়ের ১৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বুধবার গভীর রাতে আধাঁরমানিক সীমান্ত এলাকা থেকে ৬৯০ বোতল ফেনসিডিল আটক করেছে। ফেনী নদী পার হয়ে ভারত থেকে ফেনসিডিলের এ  চালান ঐ সীমান্ত এলাকায় এনে রাখা হয়।
বিজিবি সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে আধাঁরমানিক ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার আবুল খায়েরের নেতৃত্বে বিজিবির একটি টহলদল ভারত সীমান্তবর্তী আধাঁরমানিক ফরেস্ট অফিস টিলা নামক স্থানে হানা দিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করেন। বিজিবি টহলের আঁচ করতে পেরে চোরাকারবারিরা বস্তাভর্তি ফেনসিডিলগুলো ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

এরআগেও বিজিবি আধাঁরমানিক চা বাগান থেকে প্রায় ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছিল। এ ব্যাপারে  থানায় একটি সাধারণ ডায়রি রুজু করা হয়েছে।

রামগড় ১৬ বিজিবির পরিচালক লে.কর্ণেল আবুল কালাম আজাদ পিএসসি, এলএসসি আজ বৃহষ্পতিবার  বিকেলে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, মাদকদ্রব্য পাচার বন্ধ করতে পুরো সীমান্ত এলাকাজুড়ে টহল জোরদার করা হয়েছে।

Exit mobile version