Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

রামগড়  রেস্ট হাউস হবে একটি আধুনিক বিশ্রামাগার : কংজরী চৌধুরী

Ramgarh 20160819_113040 (1) copy

রামগড় প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার রামগড়ে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে একটি রেস্ট হা্উসের কাজ শুরু হয়েছে। সাবেক প্রাচীন মহকুমা  শহর রামগড়ে অবস্থিত পুরাতন রেস্ট হাউসটির বর্তমানে অনেকটা জরাজীর্ণ  অবস্থা। বাংলাদেশ -ভারত সীমন্তবর্তী দুদেশের যৌথ মিটিংসহ  উচ্চ পর্যায়ের অনেক গুরুত্বপুর্ন সভা এ রেস্ট হাউসে অনুষ্ঠিত  হয়। দীর্ঘদিনের পুরাতন টিনসেডের এ ডাকবাংলা  এখন হতশ্রী। এ অবস্থায়  খাগড়াছড়ি  জেলা পরিষদ  রেস্ট হা্উসটির উন্নয়নের উদ্যোগ নেয় খাগড়াছড়ি জেলা পরিষদ। এরইমধ্যে  নতুন ভবনের নির্মাণ কাজও শুরু করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি  জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজা জানান, পরিষদ প্রায় ৮০ লক্ষ টাকার রামগড়  রেস্ট হাউস নির্মাণ প্রকল্প গ্রহণ করে। প্রাথমিকভাবে  প্রকল্পের প্রথম পর্যায়ে ৪০ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে দরপত্রের মাধ্যমে নির্মাণকাজের ঠিকাদার নিয়োগ করা হয়। এরইমধ্যে নির্মাণ কাজের অনেকাংশ শেষ হয়েছে। কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রথম পর্যায়ের কাজ শেষ হলে  ২য় পর্যায়ের কাজ শুরুর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে  শুক্রবার খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরি রামগড়  রেস্ট হাউসের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে কাজের গুণগতমান পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয়  নির্দেশনা দেন তিনি। পরিদর্শনকালে পরিষদ চেয়ারম্যান  কংজরী চৌধুরি  এ প্রতিনিধিকে বলেন, সীমান্তবর্তী  সাবেক প্রাচীন  মহকুমা  রামগড়ের গুরুত্ব  বিবেচনা করে খাগড়াছড়ি  জেলা পরিষদ রেস্ট হাউস পুণঃনির্মাণ প্রকল্পটি গ্রহণ করে।

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী আরো বলেন, কাজটি শেষ হলে এই রামগড়েই হবে একটি আধুনিক মানের ডাকবাংলো ।

এ সময় অন্যান্যের মধ্যে  খাগড়াছড়ি  জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরি ও ভুবন মোহন ত্রিপুরা, রামগড়  পৌরসভার কাউন্সিলর বিষ্ঞু দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন