parbattanews

রামগড়-সাব্রুম ইমিগ্রেশন চালুর প্রস্তুতি দেখতে দিল্লীর হাই কমিশনার’র পরিদর্শন

ভারতের নয়াদিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ মুস্তাফিজুর রহমান রামগড়-সাব্রুম স্থলবন্দরের সংযোগকারী বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ সরেজমিনে পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) তিনি রামগড়-সাব্রুম ইমিগ্রেশন ও স্থলবন্দর চালুর কাজের অগ্রগতি দেখতে দিল্লী থেকে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম সফরে আসেন। দিল্লীতে নিযুক্ত হওয়ার পর তিনি এ প্রথম মৈত্রী সেতু পরিদর্শনে আসেন।

সীমান্তসূত্রে জানা গেছে, হাই কমিশনার মহম্মদ মুস্তাফিজুর রহমান বৃহস্পতিবার সাব্রুম ইমিগ্রেশন অফিস (আইসিপি) ও মৈত্রী সেতু পরির্দশনে আসেন। তিনি মৈত্রী সেতুর ভারতীয় অংশে অবস্থান করে রামগড় ইমিগ্রেশন ভবন ও মৈত্রী সেতু পর্যবেক্ষণ করেন। এসময় তিনি রামগড় -সাব্রুম স্থলবন্দর ও ইমিগ্রেশন চালুর অগ্রগতি সর্ম্পকে খোঁজখবর নেন। পরিদর্শনকালে দিল্লী হাই কমিশনের মিনিস্টার (বিজনেস) ড. একেএম আতিকুল হক, আগরতলায় নিযুক্ত বাংলদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ আরিফ, ভারতের এলপিএআই চেয়ারম্যান আদিত্য মিশ্র, বিএসএফের কমান্ড্যান্টসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

আগরতলার হাই কমিশনের এক কর্মকর্তা মুঠো ফোনে বলেন, দিল্লীর হাই কমিশনার মহম্মদ মুসতাফিজুর রহমান মূলত রামগড়-সাব্রুম স্থলবন্দর ও ইমিগ্রেশন চালুর ব্যাপারে দুই দেশের কাজের অগ্রগতি দেখতেই সাব্রুম সফর করেছেন। তিনি বলেন, স্থলবন্দর চালুর আগে যেন দ্রুত সময়ে ইমিগ্রেশন কার্যক্রম চালু করা যায় এ ব্যাপারে ভারত সরকার বেশ আগ্রহী। সে কারণে অন্তত ইমিগ্রেশন কার্যক্রম চালু করা যায় কিনা তাও খতিয়ে দেখেন হাই কমিশনার।

Exit mobile version