parbattanews

রামগড় সাব্রুম স্থল বন্দর চালু হলে অভাবনীয় উন্নয়ন হবে: এমপি কুজেন্দ্র

রামগড় প্রতিনিধি:

উপজাতীয় শরণার্থী পুনর্বাসন সংক্রান্ত  টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, রামগড় সাব্রুম স্থল বন্দর চালু হলে এখানকার মানুষের অভাবনীয় অর্থনৈতিক  উন্নয়ন সাধিত হবে। সে সাথে পুরো জেলার চিত্র পাল্টে যাবে। এক সময়ের প্রাচীন মহকুমা শহর রামগড় ফিরে পাবে হারানো ঐতিহ্য।

মঙ্গলবার(২ জানুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার রামগড়ের সোনাইপুল বাজারে অবস্থিত ফরেনার্স চেকপোস্টের উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, খাগড়াছড়ি এখন পর্যটন এলাকা হিসেবে দেশব্যাপী পরিচিতি লাভ করেছে। সোনাইপুল ফরেনার্স চেকপোস্ট পর্যটকদের  নিরাপত্তা নিশ্চিত করবে। এলাকার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও ভুমিকা রাখবে।  রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য একেএম আলীম উল্ল্যাহ, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আলী আহমদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মো. চাহেল তস্তরি, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মো. ফরহাদ, রামগড়  উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন মিয়া, রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান  মো. আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের  সাবেক সভাপতি মো. মোস্তাফা হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা  পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম ও  রামগড় পৌরসভার প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ।

রামগড়  থানার পিএসআই কাজী মো. শাহ নেওয়াজ অনুষ্ঠান পরিচালনা করেন। আলোচনা সভার আগে প্রধান অতিথি এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা ফলক উন্মোচন ও ফিতা কেটে ফরেনার্স চেকপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Exit mobile version