parbattanews

রামগড় সীমান্তলগ্ন দক্ষিণ ত্রিপুরার মনু বিধান সভায় উপনির্বাচন অনুষ্ঠিত(ভিডিওসহ)

IMG 2
এম. সাইফুর রহমান, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি’র রামগড় সীমান্তলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিন ত্রিপুরা জেলার মনু বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাবেক বানিজ্য মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী সাংসদ হয়ে যাওয়ায় তার এ আসনটি খালি হয়ে গেলে নির্বাচন কমিশন পুনরায় উপনির্বাচনের ঘোষণা দেন। মোট ৬টি দল এ নির্বাচনে প্রতিদন্ধিতা করছে।

এরমধ্যে উল্লেখ যোগ্য হলেন ত্রিপুরা রাজ্যের শাষক দল সিপিএম প্রার্থী প্রভাত চৌধুরী, কংগ্রেস প্রার্থী মাইলাপ্রু মগ, বিজেপি প্রার্থী নির্মল ত্রিপুরা।

 

সকালে কলাছড়ার গার্দাং দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন সিপিএম প্রার্থী প্রভাত চৌধুরী, অন্যদিকে কংগ্রেস প্রার্থী মাইলাপ্রু মগ ভোটাধিকার প্রয়োগ করেন সিন্দুকপাথর মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।

তবে স্থানীয়দের মুখে শাসক দলের জয়ের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। আগামী ১৬ সেপ্টেম্বব ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

Exit mobile version