parbattanews

রামগড় সীমান্তে অবৈধভাবে ভারত গমনকালে স্বর্ণ-রূপাসহ আটক ১

স্বর্ণ, রুপা নিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে দীপংকর সরকার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

শনিবার (৪ নভেম্বর) রামগড় বাজারের ভারত সীমান্তবর্তী ফেনীনদীর পার থেকে বিজিবি তাকে আটক করে।

আটক ব্যক্তি নারায়ণগঞ্জের কেরানীগঞ্জের তালেপুর গ্রামের বাসিন্দা চৈতন্য সরকারের ছেলে বলে জানান।

বিজিবি জানায়, শনিবার বিকালের দিকে ৪৩ বিজিবির আওতাধীন রামগড় বিওপির কামান্ডার নায়েক সুবেদার মো. ঠান্ডু মিয়ার নেতৃত্বে একটি টহলদল রামগড় বাজারের ভারত সীমান্তবর্তী ফেনী নদীরকূল এলাকার কসাইঘাট নামক স্থান দিয়ে অবৈধভাবে ভারতে গমনের চেষ্টাকালে দীপংকর সরকারকে আটক করা হয়।

তার কাছ থেকে এক ভরি ১১ আনা ওজনের স্বর্ণ ও ৩ ভরি ওজনের রূপার তৈরি অলংকার, ১২০ রুপি ভারতীয় মুদ্রা ও ২৪ হাজার বাংলাদেশি টাকা জব্দ করা হয়।

পরে আটক ব্যক্তিকে রামগড় থানায় সোপর্দ করে বিজিবি।

Exit mobile version