parbattanews

রামুকে বাল্যবিবাহ মুক্ত করার ঘোষণা দিলেন ইউএনও

ramu pic women day 08.03

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে আর্ন্তজাতিক নারী দিবসের আলোচনা সভায় রামু উপজেলাকে বাল্যবিবাহ থেকে মুক্ত করার ঘোষণা দিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজী। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম।

‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রামু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রামু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক খন্দকার দেলোয়ার হোসেন, রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, ব্র্যাক সিইপি এর রাফুল আমিন, জাগো নারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা সুব্রত বড়ুয়া, পাল্স এর সমন্বয়কারি নুরুল আলম প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, বাল্যবিবাহ রোধ ও নারী নির্যাতন বন্ধে সচেতনতা সৃষ্টির জন্য নারী ফোরামকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। নারীর অধিকার ও সম্মান রক্ষায় সব মহলকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ব্র্যাক সামজিক ক্ষমতায়ন, কর্মসূচির তত্ত্বাবধানে সূর্যমুখি, ধ্রুবতারা, ঝলক, গায়েনপাড়া, উত্তর লামারপাড়া, সুগন্ধা পল্লী সমাজ মহিলা সমিতির শতাধিক নারী সদস্য, বেসরকারি সংস্থা পাল্স, জাগো নারী উন্নয়ন সংস্থা, ডাকভাঙ্গা বাংলাদেশ, কোস্ট ট্রাস্ট এর কর্মকর্তা ও সদস্য, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version