parbattanews

রামুতে অগ্নিকাণ্ডে সাত দোকান ভস্মিভূত : ৫০ লক্ষ টাকার ক্ষতি

Ramu News  pic (2)

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মিভূত হয়েছে। এতে ৫০ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা। রামু উপজেলার বাইপাস স্টেশনের সালাম কমপ্লেক্সে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়ে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন কমপ্লেক্সের ব্যবসায়ীরা। আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রনে স্থানীয়দের প্রাণপণ চেষ্টার পৌনে এক ঘন্টা পর কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়স্ত্রনে আনতে সক্ষম হয়। কিন্তু ততোক্ষনে একে একে সম্পূর্ণ ভস্মিভূত হয় ৫টি দোকান এবং ২টি দোকান আংশিক ভস্মিভূত হয়।

অগ্নিকাণ্ডে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী, থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর।

এ সময় উপস্থিত জনতা রামুতে নির্মিতব্য ফায়ার সার্ভিস স্টেশনের নিমার্ণ কাজে বাধা প্রদানকারীদের প্রতিহত করে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম চালু করার জোর দাবি জানান। তারা বলেন, রামুতে ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম চালু থাকলে তিন মিনিটের মধ্যে স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে পারত। কক্সবাজার থেকে রামু পৌঁছাতে প্রায় এক ঘন্টা সময় অতিবাহিত হয়। রামুর উন্নয়নে বাঁধাপ্রদান কারীদের আইনের আওতায় আনারও দাবি জানান ভুক্তভোগী জনতা।

Exit mobile version