parbattanews

রামুতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ব্যক্তি মালিকানাধীন জমি উদ্ধার

কক্সবাজার রামুতে বিজ্ঞ আদালতের রায়ের প্রেক্ষিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ব্যক্তি মালিকানাধীন জমি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলামের নেতৃত্বে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধ দখলদারদের কবল থেকে ১৮ শতক জমি উদ্ধার করে জমির প্রকৃত মালিক মৃত নিকুঞ্জ বিহারী শর্মার ছেলে অনীল চন্দ্র শর্মা গংদের বুঝিয়ে দেয়া হয়।

জানা যায়, রামু উপজেলা মেরংলোয়া মৌজার অন্তর্গত আরএস খতিয়ান নং-৪৮৩, এমআরআর খতিয়ান নং-৪৯৪, আরএস দাগ নং- ৬০৭/৬০৮, বিএস খতিয়ান নং-১৩৯, বিএস দাগ নং-৭৯৮/৮১০ এর ৯৭ শতক জমি নিয়ে পশ্চিম মেরংলোয়া এলাকায় মৃত নিকুঞ্জ বিহারী শর্মার ছেলে অনীল চন্দ্র শর্মা, ভবতোষ শর্মা, রবিন্দ্র শর্মা ও শুবল শর্মাদের সাথে একই এলাকার সাধন শর্মার স্ত্রী রানী বালা শর্মা, সাধন শর্মার ছেলে গোপাল চন্দ্র শর্মা, রাখাল চন্দ্র শর্মা, নেপাল চন্দ্র শর্মা ও সুনীল শর্মাদের মাঝে বিরোধ চলে আসছিল। উক্ত জায়গা উদ্ধারে নানাভাবে চেষ্টা করেও কোন প্রকার সুরাহা না পেয়ে নিরুপায় হয়ে অনীল চন্দ্র শর্মা গং বিজ্ঞ আদালতে উচ্ছেদ মামলা (নং ০২/২০১৬) দায়ের করেন।

রামু সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. মাজেদ হোসাইন উক্ত উচ্ছেদ মামলায় অনীল চন্দ্র শর্মা গংদের পক্ষে রায় দেন। রায়ে অবৈধ দখলদার রানী বালা শর্মা ও গোপাল চন্দ্র শর্মা গংকে উচ্ছেদের নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞ আদালতের এ আদেশের প্রেক্ষিতে বুধবার কক্সবাজার জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলামের নেতৃত্বে অবশেষে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জমির মালিক অনীল চন্দ্র শর্মা গং।

উচ্ছেদ অভিযানে অবৈধদখলদার রানী বালা শর্মা ও গোপাল চন্দ্র শর্মা গং এর বসত ঘরসহ অন্যান্য স্থাপনা স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। পরে জমি দখলমুক্ত করে প্রকৃত মালিক অনীল চন্দ্র শর্মা গংদের বুঝিয়ে দেয়া হয়। এদিকে তাদের ন্যায্য অধিকার বুঝে পাওয়ায় বিজ্ঞ আদালত ও জেলা প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন অনীল চন্দ্র শর্মা গং।

অভিযানে জেলা নাজির বেদারুল আলম, রামু থানার সেকেন্ড অফিসার আবুল কাওসার, এসআই নাজমুল, জেলা পুলিশের প্রায় ২০ জন সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version