parbattanews

রামুতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বাষির্কী পালিত

01

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সোমবার (২৩ জুন) দিনব্যাপী আওয়ামীলীগের ৬৫ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। রামু চৌমুহনী বাস স্টেশনে সরওয়ার প্লাজা ২য় তলায় দলীয় কার্যালয়ে ব্যাপক আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কেটে অনুষ্ঠানের সূচনা, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বঙ্গবন্ধুর ভাষন সম্প্রচার, বিশেষ মোনাজাত ও প্রার্থনা। রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডলের সঞ্চানলায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সুলতান আহমদ চৌধুরী, হানিফ বিন নজির, নুরুল আমিন মাষ্টার, নুর হোসেন মেম্বার, রতন মল্লিক, নুরুল ইসলাম বকুল, যুগ্ন সাধারণ সম্পাক মৃনাল বড়ুয়া, সুজন শর্মা, সাংগঠনিক সম্পাদক শেখ জুনায়েদ বিপ্লব, মো.ইউনুছ রানা চৌ. নুরুল হক চৌধুরী, অর্থ সম্পাদক নুরুল ইসলাম সেলিম, যুগ্ন প্রচার সম্পাদক শাহেদ সরওয়ার, দপ্তর সম্পাদক পরিতোষ চক্রবর্তী বাবুল, আওয়ামীলীগ নেতা হাকিম আলী, ফরিদুল আলম, মো. হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের মধ্যে যথাক্রমে ফতেখাঁরকুল সাধারণ সম্পাদক অরূপ বড়ুয়া কালু, রাজারকুল সভাপতি তারেক সরওয়ার, সাধারণ সম্পাদক সরওয়ার কামাল সোহেল, চাকমারকুল সভাপতি মাস্টার শামসুল আলম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টো প্রমুখ।

“বদলে যাচ্ছে মানুষ, এগিয়ে যাচ্ছে দেশ, বিশ্বের বিষ্ময় মুজিবের বাংলাদেশ” স্লোগান দিয়ে সভায় বক্তারা বলেন, দেশব্যাপী বিএনপি-জামায়ত চক্র হত্যা, ঘুম, অপহরনসহ নানামুখি ষড়যন্ত্র বর্তমান গণতান্ত্রিক সরকারের অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্যপ্রযুক্তিসহ সর্ব ক্ষেত্রে উন্নয়নের ধারা বাধা গ্রস্ত করতে পারবেনা ।

Exit mobile version