parbattanews

রামুতে আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালিত

ramu pic 16.11.15
রামু প্রতিনিধি :
রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালিত হয়েছে।
এ সহনশীল পরিবেশ, নিরাপদ বাংলাদেশ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল দশটায় রামু মন্ডলপাড়াস্থ জাগো নারী উন্নয়ন সংস্থার কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হওয়া র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামু উপজেলা পরিষদ সংলগ্ন প্রেস ক্লাবে শেষ হয়।

পরে শহীদ মিনার চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা, সদস্য সুলক বড়ুয়া, প্রোগ্রাম অফিসার রবিউল হাসান রবি, মো. আবদুল্লাহ, জিগার ইসমত সুইটি, বিবেক বড়ুয়া, আমান উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট এর প্রশিক্ষিত কর্মী রিফা, ছেনুয়ারা, রাবেয়া, রাজিয়া, শাকিলা, রিমা, শফিকা, বকেয়া, জেসমিন, নাছিমা, রুমি, রোজিনা, কহিনুর হামিদা, শামু, রুমেনা, তাহেরা উপস্থিত ছিলেন।

Exit mobile version