parbattanews

রামুতে আবাসন প্রকল্পের চাবি হস্তান্তর করলেন কর্ণেল মাহি

Ramu pic abason -3

উপজেলা প্রতিনিধি,রামু :  
রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করুলিয়া মুরা এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৫০ পরিবারের জন্য নির্মিত আবাসন প্রকল্পের চাবি হস্তান্তর সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে আয়োজিত এক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের হাতে আবাসনের চাবি তুলে দেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৬৫পদাতিক ব্রিগ্রেডের, অদম্য সাতান্ন এর অধিনায়ক কর্ণেল মহিউদ্দিন মাহি।

এ সময় প্রকল্প পরিচালক অদম্য সাতান্ন এর উপ-অধিনায়ক মেজর মোঃ ওবাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টো, ইউপি সদস্য শাহ জাহান, মনোয়ারা বেগম, অদম্য সাতান্ন এর ধর্মীয় শিক্ষক মোঃ নজরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সভা শেষে মহান আল্লাহ তা’আলার সন্তুষ্টি কামনায় মোনাজাত করা হয়। পরে আবাসন এলাকায় বৃক্ষ রোপণ করেন অতিথিরা।  
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ জুন উপজেলার ঈদগড় ইউনিয়নের করুলিয়ামুরা এলাকায় এ আবাসন প্রকল্পটির নির্মাণকাজ শুরু করে সেনাবাহিনী। ৫ ইউনিট বিশিষ্ট ১০টি পাকা ব্যারাকের নির্মাণ কাজ শেষে হতদরিদ্রদের মাঝে বন্টনের জন্য এ আবাসন প্রকল্পটি হস্তান্তর করা হয়েছে।  এ আবাসনগুলো যাচাই-বাছাই করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বিতরণ করবেন রামু ইউ.এন.ও।  

Exit mobile version