parbattanews

রামুতে এবার মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারালো বোন ॥ আহত ৩

ramu pic murder 1

রামু প্রতিনিধি:
রামুতে ভাইয়ের ছুরিকাঘাতে বোনের মৃত্যু হয়েছে। নিহত হাসিনা আক্তার (২৫) রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল খোন্দকার পাড়ার জয়নাল আবেদীন বাহাদুরের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছে নিহত হাসিনা আক্তারের ভাই ছানা উল্লাহ (২০), বোন নাছিমা আক্তার (১৭) ও ভাবি জাহেদা বেগম (২০)।

ছুরিকাঘাতে গুরুতর আহত ছানা উল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত আমান উল্লাহকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল খোন্দকার পাড়ার মৃত নুরুল আমিনের ছেলে আমান উল্লাহ গত শুক্রবার রাতে নেশাগ্রস্থ হয়ে বাড়িতে এসে পরিবারের সদস্যদের ছুরি দিয়ে হামলার চেষ্টা চালালে পরিবারের সদস্যরা তাকে বেঁধে রাখে। রাত তিনটার দিকে মায়ের কাছে আকুতি জানালে মা বাধঁন খুলে দেয়।

এ সময় মাতাল আমান উল্লাহ ভাই, বোন, ভাবিসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুত্বর আহত অবস্থায় আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোর পাঁচটায় মারা যান হাসিনা বেগম। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ছানা উল্লাহকে ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঘটনার পেয়ে রামু থানা পুলিশের একটি দল শনিবার ভোরে ঘটনাস্থলে গিয়ে ঘাতক আমান উল্লাহকে আটক করে। নিহত হাসিনা আকতারের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকালে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য এ ঘটনার আগের দিন শুক্রবার (১০ অক্টোবর) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামে মাদকাসক্ত বন্ধুর হাতে খুন হন বাবুন বড়ুয়া নামের এক যুবক। এনিয়ে দুদিনে রামুতে দুটি খুনের ঘটনা ঘটলো।

 

Exit mobile version