parbattanews

রামুতে ঐতিহ্যবাহি ‘নৌকা বাইচ’ প্রতিযোগিতার  দ্বিতীয় দিনের খেলা বুধবার

নৌকা বাইচ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলায় ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা বুধবার অনুষ্ঠিত হবে। গত ২৮ অক্টোবর এ প্রতিযোগিতার উদ্বোধনী দিনের খেলা অনুষ্ঠিত হয়।

জানা যায়, রামু তেমুহনী স্টেশন ও অফিসেরচর এলাকার পূর্বপাশে বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহি এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।  এবারের প্রতিযোগিতায় কক্সবাজার সদর ও রামু উপজেলার ২৬ টি নৌ দল অংশ নিচ্ছে। প্রতিবারের মতো ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সৌজন্যে বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামু কেন্দ্রীয় নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম জানিয়েছেন, উদ্বোধনী দিনে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে নির্ধারিত সকল খেলা চালানো সম্ভব হয়নি। এ কারনে বুধবার দুপুর ২ টায় খেলা শুরু হবে। দ্বিতীয় দিনে ৮০ পাড়ি খেলা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এছাড়া তিনি এ খেলা দেখার জন্য সকলকে আমন্ত্রনও জানিয়েছেন।

Exit mobile version