parbattanews

রামুতে কনকা’র সভায় সংবর্ধিত হলেন সুপ্ত ভূষণ বড়ুয়া

রামু প্রতিনিধি:   
কক্সবাজারের রামুতে বেসরকারী উন্নয়ন সংস্থা কনকা (কথা নয় কাজ) এর সভায় সংবর্ধিত হলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সদস্য সুপ্ত ভুষন বড়ুয়া। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে জাপান ভ্রমণ করায় সোমবার (৯ মে) সংস্থাটির কার্যালয়ে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে সুপ্ত ভূষণ বড়ুয়া বলেন, এ উপজেলার উন্নয়নে এবং বেকারত্ব দুরীকরণের অংশ হিসেবে বেসরকারী উন্নয়ন সংস্থা কনকা’কে সহযোগিতা করা আমার এবং সমাজের সচেতন মানুষের নৈতিক দায়িত্ব।    

কনকা’র সভাপতি সংগীতা বড়ুয়ার সভাপতিত্বে ও সাংবাদিক দর্পণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, প্রাবন্ধিক সুলতান আহমদ মনিরী, উপজেলা বি.আর.ডিবি’র একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক  সুপানন্দ বড়ুয়া, ইউপি সদস্য অরুপ বড়ুয়া কালু, রাবেয়া বশরী মেম্বার , রামু রাইটার্স  ক্লাবের সাধারণ সম্পাদক এম জামাল হোসেন, রামু বৌদ্ধ যুব পরিষদের সভাপতি রজত বড়ুয়া রিকু, রামু রিপোটার্স ইউনিটি’র সহ-সভাপতি অর্পন বড়ুয়া, আদিবাসী সংগঠক মংথেহ্লা রাখাইন, মানবাধিকার কমিশন রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুরেশ বড়ুয়া বাঙ্গালী, শিক্ষক শিপন বড়ুয়া, উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া, কম্পিউটার প্রশিক্ষক জয় বড়ুয়া প্রমূখ।            

Exit mobile version