parbattanews

রামুতে গাছের চারা কাটার দায়ে ৫ জনের কারাদণ্ড

কক্সবাজারের রামুতে গাছের চারা কাটার দায়ে ৫ আসামির প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রামু উপজেলার গর্জনিয়ার জুমছড়ি এলাকার মৃত মৌলভী আবুল হাসেমের ছেলে আবু হান্নান, ভুট্টো (২২), আবুল মনছুর (২৭), আব্দুল খালেকের ছেলে মো. নবী (৫৫), কবির আহমদ (৪৫), মো. নবীর ছেলে জসিম উদ্দিন (২০)।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাহিনা আক্তার (২৬) নামক আসামিকে খালাস প্রদান করেছেন আদালত। তিনি একই এলাকার আব্দুল মোমেনের স্ত্রী।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে নন-জিআর ০৪/২০২১ শুনানি শেষে রায় দেন রামু কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ।

এ মামলার বাদী গর্জনিয়ার জুমছড়ির বাসিন্দা সাংবাদিক মো. নেজাম উদ্দিন।

বাদীপক্ষের হয়ে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট প্রতিভা দাস। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, নিজের খতিয়ানভুক্ত জমিতে রোপিত ৩ হাজার চারা গাছ কাটার অভিযোগে ২০২০ সালের ২৪ জুন কক্সবাজারের রামু থানায় সাধারণ ডায়রি করেন মো. নেজাম উদ্দিন। যার নং ৯১০।

সরেজমিন তদন্তে ঘটনার সত্যতা পান গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরির্দশক রুহুল আমিন মুন্সি। পরে এটি নন-জিআর মামলা নং ০৪/২০২১ হিসেবে অন্তর্ভুক্ত হয়। এর আলোকে আদালতে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা।

Exit mobile version